টেলিগ্রাম রিপোর্ট : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর যশোরের জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যোগ দিতে হবে। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মুক্তেশ্বরী স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক একরামুল কবির রবিউলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ আলী পারভেজ, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান খোকন, সদস্য রফিউদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :