টেলিগ্রাম রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর স্থগিত করা হয়েছে। ঢাকার পক্ষ থেকে সরকার প্রধানের টোকিও সফর স্থগিত করা হয়েছে বলে বৃহস্পতিবার কূটনৈতিক সূত্র মিডিয়াকে নিশ্চিত করেছে। উল্লেখ্য, জাপানের রাজনীতিতে অস্থিরতা চলছে। জাপান সরকারের তিন জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাছাড়া ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির রাতের ভোট বিষয়ক একটি বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় চলছে। ধারনা করা হচ্ছে এসব কারনে সরকার প্রধঅনের জাপান সফর স্থগিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :