মণিরামপুর (যশোর ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোরে আগমন উপলক্ষে শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী আরশাদ পারভেজ, রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকিমিটির সদস্য এসএম ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, মিকাইল হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বাবুল করিম বাবুল, তপন বিশ^াস পবন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম মিলন, অধ্যক্ষ মিলন ঘোষাল, উপজেলা মহিলা লীগের সভাপতি রীতা পাড়ে, সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার, ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, গাজী মাযহারুল আনোয়ার, এম এম ফারুক হুসাইন, যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারন সম্পাদক রমেশ দেবনাথ, সহসভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক এইচ এম বাপ্পী হুসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি প্রমূখ।
আপনার মতামত লিখুন :