টেলিগ্রাম রিপোর্ট : ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারালো পোল্যান্ড। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে উভয়ার্ধে একটি করে গোল পায় পোলিশরা। বিশ্বকাপে বড় একটি গেড়ো খুললো রবার্ট লেভানদোভস্কির। বিশ্বকাপের মূল পর্বে প্রথম গোলের দেখা পেলেন এ পোলিশ স্ট্রাইকার। শনিবার ম্যাচের ৩৯ মিনিটে পিওতর জিলিন্সিকর গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ৮২তম মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। যদিও গোলটি ছিল পোল্যান্ডকে আরবদের ‘গিফট’। নিজেদের ডি বক্সের মাথায় লেভানদোভস্কিকে ভুল পাস দেন এক সৌদি ডিফেন্ডার। আর হঠাৎ পাওয়া সুযোগ আরামে বল জালে পাঠান বার্সেলোনার স্ট্রাইকার। এবারের বিশ্বকাপের শুরতে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে শোরগোল ফেলে দেয় সৌদি আরব।
তবে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ থাকলো ৩ পয়েন্টই। মেক্সিকোর সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পোলিশরা। আপাতত ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারাই।
আপনার মতামত লিখুন :