ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফ্রান্স পররাস্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক প্রধানের সাথে বাংলাদেশী মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের বৈঠক


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ / ২৭২২০
ফ্রান্স পররাস্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক প্রধানের সাথে বাংলাদেশী মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের বৈঠক

ফ্রান্স থেকে মোঃ মইনুদ্দিন খান: ফ্রান্স পররাস্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক প্রধানের সাথে বাংলাদেশী মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের বৈঠক।
গতকাল ২৫ এপ্রিল (মঙ্গগলবার) ফ্রান্স পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক প্রদান টিমোথি ট্রুয়েলী’র সাথে জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট বাংলাদেশী মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম’র অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্টিত হয়েছে।
পারিসের ফ্রান্স পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয় ভবনে গতকাল বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, এথনিক-আদিবাসী, রিলিজিয়াস, সোসাল-দলিত, সেক্সুয়াল-এলজিবিটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যার্তন, বিনা বিচারে হত্যাকাণ্ড, রাজনোইতিক নেতা কর্মীদের মিথ্যা মামলায় জাড়ানো ও বলপূর্বক গুমের বিষয় আলোচনায় গুরুত্ব পায়।  পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা, নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করণ, বাধাহীনভাবে রাজণৈতিক কর্মান্ড পরিচালনা, ডিজিটাল সিক্যুউরিটি আইনের অপব্যবহারের মাধ্যমে মানুষের কণ্ঠ
রোধ করার মত বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয় । বিগত বিএনপি -জামাত জোট সরকারের আমলে ইসলামী জঙ্গিবাদের উত্থান, ইসলামী জঙ্গিদের দ্বারা একই দিনে ৬৩ জেলায় বোমা বিষ্ফোরণ, বাংলা ভাইয়ের নির্মম কর্মকান্ড, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের উপর বোমা হামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রীকে হত্যার বিষয় বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা হয়।
একইসাথে বর্তমান সরকারের আমলে ইসলামী জঙ্গিদের কঠোর হস্তে দমন এবং বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসলে আবারও ইসলামী জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠার প্রবল আশঙ্কার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।  বৈঠকে ভয়ভীতিহীন পরিবেশে সকলের রাজনৈতিক কার্ক্রমে অংশগ্রহণ, আগামীবছর অনুষ্টিতব্য সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা, গনতন্ত্রের উন্নয়ন,
আইনের শাসন নিশ্চিত করন, রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের  বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানী ও গুম-খুন বন্ধ, ডিজিটাল সিক্যুউরিটি আইন বাতিল সহ বাংলাদেশের সার্বিক মানবাধিকার সুরক্ষা ও উন্ননে ফ্রান্স সরকারকে কার্যকর প্রদক্ষেপ গ্রহনের আহ্বান জানান মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম।
ঊক্ত বৈঠকে ফ্রান্স পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক প্রধান টিমোথি ট্রুয়েলী’র সাথে জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট বাংলাদেশী মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম’র নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক ও তথ্য আদান প্রদানের বিষয়ে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031