বকচর হুশতলা বৌ বাজারে ‘ জেশ ফুড পার্ক ‘এর শুভ উদ্বোধন।
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : বকচর হুশতলা বৌ বাজারে ‘জেশ ফুড পার্ক ‘ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ বিকাল ৪টায় দোয়ার আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগনের উপস্থিতিতে জামিয়া কুরআনিয়া মাদ্রাসার ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন। স্বাস্থ্য সম্মত সম্পূর্ণ ঘরোয়া স্বাদের খাবার পরিবেশনের মাধ্যমে পথ চলা শুরু জেশ ফুড পার্কের। বিভিন্ন ধরনের দেশীয় খাবার এই ফুড পার্কে পরিবেশন করা হবে। বিশেষ করে সরিষা তেলে হাঁসের মাংস রান্না ভোজন প্রিয় ক্রেতাদের মন জয় করেছে। প্রতিটি খাবারের ভূয়সী প্রসংশা করেছেন ভোজন রসিক মাত্রই ।
আপনার মতামত লিখুন :