যশোর অফিস : মানবিক মূল্যবোধের মাধ্যমে স্মাট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য আনুষ্ঠানিকতার মধ্যে আটকে থাকলে চলবে না। পরিশুদ্ধ সাহিত্য চর্চার মাধ্যমে সেই মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব যশোরে কবিতা পাঠ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. রুবেল আনছার এসব কথা বলেন।
বাংলা নববর্ষ (১৪৩১) উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর আয়োজিত কবিতা পাঠ ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ রাজু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, ইসলামী ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক, কবি বিল্লাল বিন কাসেম, কবি ও গবেষক অধ্যাপক শওকত সাহী, যশোরের শিশু বিষয়ক কর্মকর্তা, বাচিক শিল্পী সাধন কুমার দাস।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি আমির হোসেন মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও কলামিস্ট আমিরুর ইসলাম রন্টু, কবি ও গবেষক নাঈম নাজমুল, কবি জিএম মুছা, কবি রউফ আরিফ, মো. মনিরুজ্জামান, সঞ্জয় নন্দী, মুক্তেশ^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শাহিদুল ইসলাম, রাশিদা আখতার লিলি, সুরাইয়া শরীফ, ভদ্রাবতী বিশ^াস, অরুণ বর্মন, শাহরিয়ার সোহেল, ডা. আহাদ আলী, এম এ কাসেম অমিয়, আমিনুর রহমান প্রমুখ
আপনার মতামত লিখুন :