টেলিগ্রাম রিপোর্ট : বাগেরহাটের চাঞ্চল্যকর একটি ধর্ষন মামলার প্রধান স্বাক্ষী শামীম হাওলাদার হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে আটক করেছে র্যাব-৬ এর একটি দল। আটককৃতরা হচ্ছেন বাগেরহাট সদর থানার হান্নান হাওলাদার(৩৪) ও আকাব্বর হাওলাদার(৪৯)। আটককৃত ২ আসামীকে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ২৯ নভেম্বর রাতে একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার প্রধান স্বাক্ষী শামীম হাওলাদার (৩৫) কে সদর থানাধান বাশবাড়িয়া এলাকায় সন্ত্রাসীরা এলাপাতাড়ী কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় শামিম হাওলাদারকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় শামীম হাওলাদার মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৬ এর একটি আভিযানিক দল উক্ত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ সদর কোম্পানি ও ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল আজ ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলার সদর থানাধীন পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী হান্নান হাওলাদার(৩৪)ও আকাব্বর হাওলাদার(৪৯) কে আটক করে। এরা দুইজনই ওই মামলঅর এজাহারভূক্ত আসামী ।
আপনার মতামত লিখুন :