স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর সমর্থিত নেতাকর্মীরা এ কর্মসূচি গ্রহণ করে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শুরু হয় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়েই মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ হাসান, যুবলীগ নেতা ইব্রাহিম লিংকন, ছাত্রলীগ নেতা মান্নান আহমেদ, সাদ খান হিমেল, সাকিব হাসান মিথুন,রিয়াদ আহমেদ, রিয়াদ হাসান রাব্বি, আহসান ওবায়দুল্লাহ, সাজিব হাসান, পল্লব চক্রবর্তী, পাপন ও রাকিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :