বাঘারপাড়া প্রতিনিধি : মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ’র আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী। সভায় নাগরিক উদ্যোগ এর কর্মকর্তা পলাশ দাশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন। এতে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি মুচি, জেলে, হিজড়াসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :