বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক কোরানের হাফেজী শিক্ষার্থী নিহত
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ /
২৭২২০ ০
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আবু কালাম(১৪) নামের এক কোরানের হাফেজী শিক্ষার্থী নিহত হয়েছে।
রবিবার আনুমানিক সকাল ৮-৩০ মিনিটের সময় শালিখা থেকে নারিকেল বাড়ীয়াগামী ঢাকা মেট্রো- ১১-১০৪৬ নম্বর চলন্ত বাস থেকে নামার সময় নারিকেল বাড়িয়ার পশ্চিমা গ্রামের মুক্তার আলীর ছেলে আবু কালাম (১৪)
রাস্তার উপর পড়ে মারাত্মকভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ির চালক ছিল নারিকেল বাড়িয়া গ্রামের ইনামুল হক। নিহত আবু কালাম খুলনার একটি হাফেজী মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। ময়না তদন্ত ছাড়াই স্থানীয়ভাবে আপোষ রফার মাধ্যমে মিমাংসার ভিত্তিতে মাগরিবের নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়।
আপনার মতামত লিখুন :