টেলিগ্রাম রিপোর্ট : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. মোহাম্মদ ইসহক ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. আবু মোর্তজা ছোট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোহাম্মদ ইসহক পেয়েছেন ১৭২ ভোট আর ছোট পেয়েছেন ৩২৯ ভোট। নির্বাচনে সভাপতি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী বর্তমান পিপি ও সাবেক সভাপতি ইদ্রিস আলী(১) পেয়েছেন ১৬৩ ভোট ও অপর প্রার্থী বর্তমান সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত মোস্তাফিজুর রহমান মুকুল পেয়েছেন ৭১ ভোট ও নুরুজ্জামান খাঁন পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া সহ সভাপতি পদে গাজী মোহাম্মদ মাহফুজুর রহমান ২১৬ ভোট ও খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে নাছিম আহমেদ বাবু ১৮৭ ভোট, আবুল কায়েস ১৩৯ ভোট ও সিরাজুল ইসলাম লেন্টু ১৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।যুগ্ম সম্পাদক পদে জুলফিকার আলী ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে ইমদাদুল হক ইমদাদ ১৪৭ ভোট ও ইদ্রিস আলী(২) ৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।সহকারী সম্পাদক পদে মোঃ তাহমিদ আকাশ ২৬০ ভোট ও আব্দুল করিম মন্ডল ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে মিতা রহমান ১৪০ ভোট, গোলাম নবী১৫০ ভোট ও নব কুমার কুন্ডু ১৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ২৭০ ভোট পেয়ে গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেনজাহিদুল ইসলাম সুইট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মুস্তাকিম মোস্তফা খান পেয়েছেন ১৮৮ ভোট। আজ শনিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। রাত ১০টায় নির্বাচন পরিচালনা পর্ষদ গননা শেষ করে ভোটের ফলাফল প্রকাশ করেন। নির্বাচনের সার্বিক ফলাফলে সভাপতি সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ট পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন।
আপনার মতামত লিখুন :