টেলিগ্রাম রিপোর্ট : বিদেশি ৮ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সরাসরি অংশগ্রহণে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিক্ষা মেলা। আজ সকাল ১০টায় যশোরের একটি অভিজাত হোটেলে এ মেলার উদ্বোধন করেন এনএসএস সলিউশনের হেড অব মার্কেটিং সবুজ হোসেন।
মেলায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেনাগা ন্যাশনাল, আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর, কানাডিয়ান ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইউকের প্রতিনিধিরা অংশ নেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে তথ্য বিনিময় করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, মফস্বল শহরে এ ধরনের মেলা উচ্চশিক্ষার পথকে সুগম করবে। ফলে এ ধরণের মেলা বারবার আয়োজন করা দরকার। এদিকে আয়োজকরা জানিয়েছেন জেলা শহরে মেলা আয়োজন করে তারা ব্যাপক সাড়া পেয়েছেন।
আপনার মতামত লিখুন :