টেলিগ্রাম রিপোর্ট : জঙ্গলে ঘুরতে গিয়ে নির্দিষ্ট সীমা অতিক্রমের ঝামেলার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ভারতের মধ্য প্রদেশের সাতপুরা অভয়ারণ্যে বাঘ সংরক্ষণ প্রকল্পের জন্য নির্ধারিত সীমানায় প্রবেশ করায় সমস্যার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রাভিনা বাঘ সংরক্ষণের জন্য নির্দিষ্ট এলাকার অনেক ভিতরে প্রবেশ করেছে এবং একটি বাঘ তার সঙ্গে থাকা গাড়িটির খুব কাছে চলে এসেছে। ভিডিও প্রকাশের পর বিষয়টি নজরে আসে বন রক্ষার দায়িত্বে থাকা সরকারি আমলাদের। এই অঞ্চলের সাব-ডিভিশনাল অফিসার ধীরজ সিং চৌহান জানান, গত ২২শে নভেম্বর রাভিনার গাড়ি জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিল। তার গাড়ি কীভাবে সেখানে পৌঁছালো মূলত তা নিয়েই প্রশ্ন। এ বিষয়ে তদন্ত করা হবে। কর্তব্যরত অফিসার এবং ওই গাড়ির চালককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থ সরকারি আমলা। জানা গেছে, এর আগে আরও একবার গাড়ি নিয়ে জঙ্গলটির ভেতরে প্রবেশ করেছিলেন তিনি এবং তখনো তার গাড়ির সামনে বাঘ আসলে পাথর ছুড়তে দেখা যায়। এ সমস্যা তৈরি হওয়ার পর থেকে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে বেশ বিপাকেই পড়েছেন রাভিনা। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি তিনি।
আপনার মতামত লিখুন :