ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে পিৎজা বিলি করলেন উরফি


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ৮:২২ অপরাহ্ণ / ২৭২২০ ০
বিমানবন্দরে পিৎজা বিলি করলেন উরফি

টেলিগ্রাম রিপোর্ট : কমলা আর গোলাপি রঙের জল ধোওয়া ফিনফিনে শাড়ি। যেন ত্বকেরই মতো। সঙ্গে একফালি পিচরঙা ব্লাউজ, যেটিকে অন্তর্বাস বললেই হয়। হাওয়ার দমকে তা-ই সামলাতে হিমসিম উরফি জাভেদ। সোজা চলে এলেন বিমানবন্দরে। উৎসবের মেজাজে ধরা দিলেন নতুন অবতারে। কী উপলক্ষ, তা উরফিই জানেন! নীল গাড়ি থেকে নামলেন যখন হাতভর্তি পিৎজ়ার বাক্স। আশপাশে যত আলোকচিত্রী ছিলেন সবার মধ্যে বিলিয়ে দিলেন সেগুলি। তার পরই চলে এলেন বিমানবন্দরের সামনের চত্বরে। হাওয়ায় উড়ছে তার আঁচল।শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে বার বার, কোনও মতে ধরে আবার যথাস্থানে ফিরিয়ে আনছেন উরফি। সেই শাড়ি-যুদ্ধের ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। সাইকেলের চেন গায়ে পরে শেষ দেখা গিয়েছিল তাকে দিন দুই আগে। তার পরই ত্বকের রঙের শাড়িতে উড়ে বেড়ালেন মডেল-অভিনেত্রী। বিমানবন্দরে এলেন অনেক দিন পরে। সে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি চলছেই। যাতে আরও একটু ইন্ধন যুগিয়ে উরফি লিখলেন, ফ্লাইট মিস করলেও মেক আপ যেন ঠিকঠাক থাকে!
ব্যাপার কী? সত্যিই কি উড়ান ধরতে এসেছিলেন শনিবার? এমন তো হয়নি আগে! জল্পনায় অনুরাগীরা। রাত বাড়তে আরও বাড়ল সংশয়। ভারতীয় সময় রাত ২টো নাগাদ একটি পোস্ট দিলেন উরফি। সেখানে দেখা যায় হাসিমুখে এক বিমানচালককে। ক্যামেরায় তাকিয়ে আছেন তিনি। নীচে অবস্থান লেখা, দুবাই, সৌদি আরব।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031