র্যাঙ্কিয়ের শ্রেষ্ঠত নয়, ময়দানের লড়াইয়ে শ্রেষ্ঠত্বের নৈপূণ্য দেখিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ চারের পর্বে উঠে এসেছে চারটি দেশ। যারা আগামী মঙ্গলবার ও বুধবার ময়দানী লড়াইয়ে অবতীর্ণ হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। কাদের ভাগ্যে জুটবে ট্রফি। তা জানতে আর মাত্র কয়েকটি দিন বাকি।
নভেম্বর মাসের ২০ তারিখ থেকে বিশ্বকাপের পথ চলা শুরু হয় কাতারে। ৬৪ ম্যাচের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে ৬০টি ম্যাচেরই। দলের সংখ্যা ৩২ থেকে নেমে ছোট হয়ে এসেছে চারে। বাকি আছে শুধু ৪টি ম্যাচ। যার মধ্যে দু’’টি সেমিফাইনাল, ১টি তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।
২৮ দলের বিদায় নিতে হয়েছে। হট ফেভারিটের তালিকায় থাকা ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকে, দ্বিতীয় পর্ব থেকে স্পেন, সুইজারল্যান্ড আর গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়টা অনেক ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটেছে। এর পাশাপাশি এশিয়ার জায়ান্ট জাপানের বিদায়টাও অনেকের হৃদয় ভেঙে দিয়েছে।
ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ক্রোয়েশিয়া। আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দু’দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী মঙ্গলবার দিনগত রাত ১টায় ।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেয়েছে আফ্রিকার অদম্য সিংহ মরক্কো। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শেষ চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বুধবার দিনগত রাত ১টায় এই দু’দল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে।
ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার প্রথম সেমিফাইনালটি হবে লুসাইল স্টেডিয়ামে। আল বায়েত স্টেডিয়ামে লড়বে ফ্রান্স আর মরক্কো। দু’টি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত একটায়।
আপনার মতামত লিখুন :