টেলিগ্রাম রিপোর্টার : ‘মানব-মর্যাদা স্বাধীনতা আর ন্যায়পরায়নতায়, দাঁড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ১০ ডিসেম্বর সকাল ১০ টায় যশোর কালেক্টরেট চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষীণ করে রাইটস যশোর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিটির শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ তমিজুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যশোরের কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘণ হবে না, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকার রক্ষা ও বাস্তবায়নে জেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়র সংস্থাগুলো সজাগ থাকবে। কারো অধিকার ক্ষুন্ন হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে সেখানে কাজ করবে। তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তার সাথে স্বাধীনভাবে জীবন ধারণের অধিকার রয়েছে। এটা তার সাংবিধানিক অধিকার। মানুষের সঠিক বিকাশের জন্য তার ন্যায্য ও সাংবিধানিক অধিকারগুলো পাওয়া খুবই গুরত্বপূর্ণ। উদ্বোধনকালে মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি বলেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষের শ্রেষ্ঠত্বের শিখরে উঠতে দরকার মানবাধিকার। মানবাধিকার ছাড়া মানুষের পূর্ণতা আসে না, মানুষ পরিপূর্ণভাবে মানুষ হয়ে উঠতে পারে না। তাই প্রত্যেক মানুষেরই মানবাধিকার প্রাপ্ত হওয়া দরকার। তিনি বলেন, আজ বিশ্বব্যাপী মানবাধিকারের চেতনা জাগ্রত হয়েছে। মানুষও আজ তার অধিকার নিয়ে সচেতন ও জাগ্রত। এটা অব্যাহত থাকলে মানবাধিকার লঙ্ঘণের ঘটনা নিশ্চই কমে আসবে। র্যালির শুরুতে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, সুসমাজ ফাউন্ডেশের নির্বাহী পরিচালক সরদার মজিবুদৌল্লাহ কনক, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, রাইটস যশোর’র কর্মসূচি পরিচালক প্রদীপ দত্ত প্রমূখ। এসময় র্যালিতে জেলা প্রশাসন, রাইটস যশোর, এফপিএবি, বাঁচতে শেখা, সুসমাজ ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ব্র্যাক, সিডিএফ, সেভ সোসাইটি, অর্পন মানব কল্যাণ সংস্থা, বঞ্চিতা, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, মানবিক যশোরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :