টেলিগ্রাম রিপোর্ট : দেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন। তার অভিনীত কয়েকটি কাজই পেয়েছে জনপ্রিয়তা, কুড়িয়েছে প্রশংসা।
অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতিও দারুণ আকর্ষণ রয়েছে মাহির। বিশ্ব ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ভক্ত তিনি। ব্রাজিলের খেলা থাকলে কোনোভাবেই মিস করেন না এই তারকা।
মাহির কথায়, ‘ছোটবেলা থেকেই আমি ব্রাজিল সাপোর্টার। তাদের ছন্দময় খেলা খুব ভালো লাগে। আমার বাসার সবাই ব্রাজিলকেই পছন্দ করে। শত ব্যস্ততার মাঝেও ব্রাজিলের খেলা মিস করি না। এবার ব্রাজিল তাদের দুটি ম্যাচেই অসাধারণ খেলেছে। তবে নেইমার ইনজুরিতে পড়ায় বেশ কষ্ট পেয়েছি। যদিও দ্বিতীয় খেলাতেও ব্রাজিল জয়লাভ করে সেকেন্ড রাউন্ডে উঠেছে। আগামী ম্যাচে ব্রাজিল জিতবে বলে বিশ্বাস করি।’
এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘এরইমধ্যে ব্রাজিলের জার্সি কিনেছি। খেলার দিন সবাই মিলে খুব উপভোগ করছি। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টার বেশি। আর্জেন্টিনার প্রতিও আমার শুভকামনা থাকবে। মেসি অসাধারণ খেলোয়াড়। চাইবো আর্জেন্টিনাও ভালো করুক এবার। তবে ব্রাজিল নিয়েই আমার উন্মাদনা ও প্রত্যাশা বেশি। ব্রাজিল তাদের শতভাগ দিতে পারলে ফাইনালে যাবে এবং বিশ্বকাপ জিতবে।’
আপনার মতামত লিখুন :