টেলিগ্রাম রিপোর্ট : ব্রাজিল ফুটবল ফ্যান কমিউনিটি যশোরের উদ্যোগে যশোর শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বাংলাদেশে চলছে ফুটবল উন্মাদনা। প্রত্যেকটা জেলায় চলছে আনন্দ উৎসব। আকাশ ছেয়ে গিয়েছে ভিনদেশি পতাকায়। রাস্তায় রাস্তায় ফেরিওয়ালারা ফেরি করছে ভিনদেশি পতাকা,বাংলাদেশের জনগণের গায়ে ভিনদেশি জার্সি, উৎসব বিরাজ করছে পাড়া মহল্লায় । স্থানীয় পর্যায় থেকে শুরু করে এই আনন্দ ছড়িয়ে গিয়েছে রাজপথে।বাংলাদেশের বিভিন্ন জেলা রেকর্ড গড়ছে তাদের পতাকা,তাদের কার্যবলি দ্বারা। নানা রকমের বাদ্যযন্ত্র ,বাশি দ্বারা আনন্দ উল্লাস করছে সাধারণ জনগণ তথা শিক্ষার্থীরা।গতকাল ১ ডিসেম্বর যশোরের বুকে প্রথম অনুষ্ঠিত হয়ে গিয়েছে ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশি সমর্থক গোষ্ঠীদের সংগঠন ব্রাজিল সাপোর্টারস ফ্যান কমিউনিটি যশোর ,বাংলাদেশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা।
এই শোভাযাত্রায় যোগ দেন যশোর জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ , বিশেষ করে শিক্ষার্থীরা।আনন্দ উন্মাদনায় মুখরিত হয়ে গিয়েছে যশোরের রাজপথ। আনন্দ শোভাযাত্রাটি যশোর শহরের টাউন হল থেকে শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়ক প্রদক্ষিন করে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ঘুরে , এইচ এম এম রোড প্রদক্ষিন করে থানার মোড় হয়ে দড়াটানা ঘুরে ফের টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বি সৌমিক আহমেদ (ফাউন্ডার ব্রাজিল ফুটবল ফ্যান কমিউনিটি যশোর ,বাংলাদেশ),আরিফ জিহাদ (ফাউন্ডার মাতা ফাউন্ডেশন)মাহমুদ তিলক (ব্যবসায়ী) এস কে নাইম,সাকিব আহমেদ শাহিল,জিসান,অন্তু,দিপ্ত ,জামিল,ইমন, জি কে এম সালেহ জামান মুগ্ধ (ব্যবসায়ী) মুনিম হাসান,নিশান সহ আরো অনেকে।
এ বি সৌমিক আহমেদ জানিয়েছে, ফিফা বিশ্বকাপ উন্মাদনার মৌসুম, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ’২২ উপলক্ষে বাংলাদেশে চলছে উন্মাদনা,সেই পরিপ্রেক্ষিতে অন্যান্য জেলার মতো যশোর জেলায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, অনেক সময় দেখা যায় ভিন্ন ভিন্ন দলের সাপোর্টারদের মধ্যে মজা করতে করতে সংঘর্ষ শুরু হয় এমন যেন কোনো আপ্রীতকির ঘটনা না ঘটে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা সমর্থকবৃন্দের প্রতি সম্প্রিতি বজায় রাখতে সম্মানের সাথে সাবলিল ভাষায় স্লোগানের মাধ্যমে শোভাযাত্রা করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়ছে কিন্তু হারিয়ে যাচ্ছে পুরানো দিনগুলি,মাঠে এলাকার সবাই মিলে ফুটবল খেলা। সবাই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ,তাই সবাইকে মাঠে খেলাধুলা করতে উৎসাহিত করার জন্য এই বর্ণিল আয়োজন করা।
তিনি বলেন, ২৮ নভেম্বর ২০২২ মাননীয় প্রধানমন্ত্রি ,দেশ রত্ন শেখ হাসিনা যশোরের মাটিতে জনসভায় যশোর স্টেডিয়ামকে আধুনিকায়নের লক্ষে খেলাধুলার প্রয়োজনিয়তা তুলে ধরেছিলেন এবং মাদককে না বলে খেলাধুলায় উৎসাহিত হওয়ার আহবান জানিয়েছিলেন।সেই লক্ষ্যে সম্প্রিতির বন্ধন অক্ষুন্ন রেখে সুন্দর মাদকমুক্ত পরিবেশ করার লক্ষ্যে ,খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আজকের এই আয়োজন।
আপনার মতামত লিখুন :