টেলিগ্রাম রিপোর্ট : বিশ্বকাপ থেকে বিদায় নিতেই ব্রাজিল কোচের পদ ছাড়লেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুক্রবার টাইব্রেকারে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে নেইমারদের। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিতে। তিনি ৬ বছর ব্রাজিল কোচের পদে ছিলেন।
পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে তিতে বলেন, ‘এই হার মেনে নেওয়া যন্ত্রণার। আমি এ বার একটু শান্তিতে থাকতে চাই। আমাকে যত টুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। দেড় বছর আগেই বলেছিলাম বিশ্বকাপের ফল যা-ই হোক, আমি আর দায়িত্বে থাকব না। দুই রকম কথা আমি বলি না। কোনো রকম নাটক করে পদে থাকার ইচ্ছেও আমার নেই। যারা আমাকে চেনে, তারা জানে আমি এক কথার মানুষ।’
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন দুঙ্গা। তার কোচিংয়ে একের পর এক ম্যাচে ব্রাজিল খারাপ খেলতে থাকায় চাকরি যায় তার। আনা হয় ব্রাজিলের ঘরোয়া ফুটবল সম্পর্কে ভাল জ্ঞান থাকা তিতেকে।
আপনার মতামত লিখুন :