ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শ্বশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে ভান্ডাব বয়ডাপারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফকরুল ইসলাম ওই এলাকার আবুল কাশেমের মেয়ের জামাই।
জানা যায়, ফকরুল ইসলামকে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী আকলিমা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভালুকা মডেল থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত আকলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন :