মনিরামপুর রোহিতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কগণকে দলের কমিটি পুর্ণগঠনের কার্যক্রমে অসমাপ্ত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। একাই সাথে রোহিতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে ১নম্বর যুগ্ম-আহ্বায়ক আতিয়ার রহমানকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলাধীন ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত দলের কমিটি পূর্ণগঠনের অসমাপ্ত কার্যক্রম সরাসরি জেলা বিএনপির তত্ববধানে সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি নিশ্চত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। গেল ১২ অক্টোবর রোহিতা ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের প্রাক্কালে মিজানুর রহমানের অনুসারী দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপি নেতাকর্মীদের সাথে অসদাচরণ এবং লাি ত করার বিষয় টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়। মিজানুর রহমান একজন দায়িত্বশীল নেতা হওয়া সত্ত্বেও তিনি এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কোন প্রকার প্রদক্ষেপ গ্রহণ করেননি। এমন পরিস্থিতিতে জেলা বিএনপি নেতা কর্মী চরম বিব্ররতকর পরিস্থিতির মধ্যে পড়ে এবং জেলা থেকে প্রেরিত নেতাকর্মীদের মানসম্মান ক্ষুণœ করে। যে কারণে মিজানুর রহমানকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহিত দেওয়ার পাশাপাশি সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়ায় ১নম্বর যুগ্ম-আহ্বায়ক আতিয়ার রহমানকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে গেল ১৪ অক্টোবর জেলা বিএনপি কতৃক কারণ দর্শানো নোটিশের জবাব বিবেচনা এবং পর্যালোচনা দলের কমিটি পূর্নগঠনের কার্যক্রমে গতি স ালন করার স্বার্থে এবং অনৈক্য বিভাজন দূর করার লক্ষ্যে মণিরামপুর উপজেলার অসমাপ্ত সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম জেলা বিএনপি পরিচালনা করবে। একই সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে দলের কমিটি পূর্ণগঠন কার্যক্রমে কোন পক্ষ অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দলের স্বার্থে আগামীতে এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক প্রদান করা হয়েছে। তাদেরকে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালনসহ রুটিন মাফিক সকল কার্যক্রম পরিচালনা করা জন্য বলা হয়েছে
আপনার মতামত লিখুন :