টেলিগ্রাম রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের বাড়ি ভষ্মীভূত হয়েছে। এতে ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পুরন্দপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেশপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান বাকি বিল্লাহ জানান, তারা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু জানান, ভয়াবহ এ আগুনে পুড়ে ৩টি ঘরসহ, সরিষা, ধান, চাল ও নগদ টাকা পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ পুরন্দপুর গ্রামের দরিদ্র নজরুল সরদার, লিটন সরদার ও রিপন সরদার বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এলাকার খুবই দরিদ্র মানুষ। আমরা এখন ছোট ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো এ ধরণের আর্তনাদ জানায় তারা।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষনিকভাবে দুই হাজার টাকা ও এক বস্তা চাল দেওয়া হয়েছে। এছাড়া সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :