টেলিগ্রাম রিপোর্ট :
মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, ‘টিটন তার বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ছবি তুলতে তার বাড়িতে গেলে ফেরার পথে আব্দুল হাকিম নামের স্থানীয় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়েছে হত্যাকারী সন্ত্রাসীরা।
মহেশপুর থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে নাম গোপন রাখা হচ্ছে। নিহত টিটনের বিরুদ্ধে প্রতরণাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, ‘টিটন র্যাব, সেনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণাসহ দেড় ডজন বিয়ে করেছিল। এছাড়া মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দ্রুতই ব্যবস্থা নিচ্ছে বলে ওসি জানান।
আপনার মতামত লিখুন :