মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ওয়ারেন্টভুক্ত ১০ আসামীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিভিন্ন মামলায় আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারিপরয়ানা জারি করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার কাজিরবেড় গ্রামের মুরাদ হোসেনের ছেলে মানিক মিয়া, পলিয়ানপুর গ্রামের জহির আলীর ছেলে আলমগীর হোসেন, ভাবদিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মমিনুর রহমান, ঝিটকীপোতা গ্রামের মান্দার বিশ^াসের ছেলে রমজান আলী, জাগুসার আরব আলীর ছেলে শহর আলী, পোড়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম, আদমপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে বিল্লাল হোসেন, মুনছুর আলী ও শাহিন গাজী, তাদের মা ফয়জান বেগম।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, রাতে অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। তারা সকলেই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী। সকালে আটককৃত আসামীদের ঝিনাইদহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :