মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার ইতি (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গতকাল উপজেলা নস্তি গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। মৃত গৃহবধু একই গ্রামের নয়ন মিয়ার স্ত্রী।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ভিতর থেকে ঘরের দরজা আটকিয়ে গলা ফাঁস দেন গৃহবধু ইতি। পরে পরিবারের সদস্য দেখতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি শামীম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :