মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ মহেশপুর উপজেলার কাঁকিলাদাড়ি গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনায় ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ, জুতাপেটা ও ২০হাজার টাকা জরিমানা।
জানা গেছে, উপজেলার এসবিকে ইউপির কাকিলাদাড়ি গ্রামের গোলাম হোসেনের ছেলে নাজির(৫৫)একই গ্রামের দুই বছরের শিশুকে জিম্মি করে এক গৃহ বধূকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় বিপলু মেম্বারের নেতৃত্বে এক সালিশ বৈঠক হয়। সালিশে অভিযুক্ত নাজিরকে ২০হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করে রফদফা করা হয়।
সালিশে উপস্থিত ছিলেন, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হোসেন, শহিদুল ইসলাম এবং উভয় পরিবারের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানায়, উক্ত নাহিজর এই ধরণের ঘটনা ঘটিয়ে একাধিক সংসার ভেঙ্গেছে। তারা প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।
স্থানীয় মেম্বার বিপলু জানায়, সোমবার দিবাগত রাতে এলাকার লোকজনের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এএসআই আকরাম হোসেন বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি খোঁজ-খবর নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিপলু মেম্বার থানায় এসে সালিশের আপোষনামা জমা দিয়ে গেছে। বিষয়টি ওসি(তদন্ত)কে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :