মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জেরিন ইয়াসমিন ইমু(১৪) বার্ষিক পরীক্ষা দিতে এসে নিখোঁজ। গত ৬দিন পার হলেও সন্ধান মেলেনি।
মহেশপুর থানা ও পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার যোগিহুদা গ্রামের মৃত এনামুল হক ও রহিমা বেগমের কন্যা জেরিনা ইয়াসমিন ইমু গত ১লা ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে বের হয় বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে তার মা রহিমা খাতুন মহেশপুর থানায় ০২/১২/২২ইং তারিখে একটি সাধারন ডায়রি করেন যার নং-৭১। নিখোঁজ ছাত্রীর মা রহিমা খাতুন জানায়, তার একমাত্র মেয়েকে না পেয়ে তিনি পাগল প্রায়। তিনি আরো বলেন, এলাকার একটি বখাটে ছেলে প্রায় সময় তার মেয়েকে উত্যক্ত করতো। তার ধারণা তাকে কেউ অপহরন করতে পারে।
মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানায়, তারা মেয়েটি উদ্ধারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে। তবে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :