টেলিগ্রাম রিপোর্ট : মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের দুই দিনব্যাপি অভিনয় কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী অভিনয় কর্মশালা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ (শিক্ষা ও আইসিটি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে থিয়েটার ইউনিট মাগুরার সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামিম খান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুপ চ্যাটার্জী প্রমুখ। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এইচআর অনিক ও আপন।
কর্মশালায় থিয়েটার ইনিউনেট নাট্যকর্মীসহ জেলা সদরের বিভিন্ন স্কুলের ৬০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :