টেলিগ্রাম রিপোর্ট : টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ফ্রান্সের। আজ রাতে গ্রুপচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তিউনিসিয়ার মুখোমুখি হবে ফরাসিরা। তার আগে দুঃসংবাদ পেলেন কিলিয়ান এমবাপ্পে। ফিফার ‘পোস্ট ম্যাচ ইন্টারভিউ’-তে অংশ না নিয়ে জরিমানার মুখে পড়ছেন তিনি।
অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে ফ্রান্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দু’টি জয়েই ম্যাচসেরা হন কিলিয়ান এমবাপ্পে। সেরার পুরস্কার নিলেও ম্যাচ পরর্বতী সাক্ষাৎকারে অংশ নেননি তিনি।
অস্ট্রেলিয়াকে হারানোর পর ‘পোস্ট ম্যাচ ইন্টারভিউ’ প্রত্যাখ্যান করায় এমবাপ্পে এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছিল ফিফা। বলেছিল, এমন আচরণের পুনরাবৃত্তি করলে এমবাপ্পেকে নিষিদ্ধ করা হতে পারে। স্পষ্ট নিদের্শনার পরও ফিফার নিয়ম অমান্য করেন এমবাপ্পে। ডেনমার্ক ম্যাচের পরও একই কাজ করেন তিনি।
ফিফার নিয়মানুসারে ম্যাচসেরার পরিস্কার গ্রহণের পর সাক্ষাৎকার দিতে হয়। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, ফিফার নিয়ম ভঙ্গ করায় জরিমানা হবে এমবাপ্পের। তবে জরিমানার পরিমাণ জানা যায়নি।
আপনার মতামত লিখুন :