টেলিগ্রাম রিপোর্ট : আজ ২৮ নভেম্বর সোমবার বিকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোল রেলওয়ে স্টেশন মাঠে নাটক মঞ্চস্থ হয়। উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব নারায়ন চন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্ধোধন করেন। এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, , উপপরিদর্শক, পোর্টথানা, বেনাপোল রাজু আহমেদ, এবং রাইটস যশোর’র প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বেনাপোল ইউনিয়ন থেকে মানব পাচার বন্ধের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলকে আহবান জানান। বেনাপোল ও বাহাদুরপুর ইউনিয়নসহ আসে পাসের এলাকা থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু দর্শক হিসেবে কর্মসুচিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কয়েকজন দর্শক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অনুষ্ঠানটি নি:সন্দেহে মানব পাচার ও বাল্যবিবাহ রোধে সাধারন মানুষকে সচেতন করে তুলেছে। এ ধরনের কর্মসুচি এলাকায় আরো বেশি বেশি বাস্তবায়ন করলে মানব পাচার ও বাল্যবিবাহ একদিন সমুলে বিনষ্ট হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :