মানব ও বৈদেশিক মুদ্রাপাচার চক্রের মূলহোতা যশোর সিআইডির হাতে ধরা
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : মানব ও বৈদেশিক মুদ্রাপাচারকারী চক্রের মূলহোতা জুয়েল মোল্যাকে (৩৪) আটক করেছে যশোরের সিআইডি পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্ব দুইটি টিম তাকে রাজধানীর গুলিস্তান থেকে আটক করে।
আটক জুয়েল মোল্যা শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কলিমুল্লাহ মাস্টার কান্দির নুরুল হকের ছেলে।
সিআইডি যশোরের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন, গত ৩ অক্টোবর বেনাপোল সীমান্তে ইউএসএ ডলার, সৌদি রিয়েল, ভারতীয় রুপি ও বিদেশি মদসহ আশিক মিয়া (২৬) নামে একজনকে আটক হয়। ওই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় রুজু হওয়া মামলাটি যশোর সিআইডি পুলিশ তদন্তভার গ্রহন করে। সিআইডি তদন্তকালে আশিক মিয়াকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ওই চক্রের প্রধান জুয়েল মোল্যার সন্ধান পান। বুধবার রাতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাকে আটক করা হয়।
এক প্রশ্নের জবাবে পরিদর্শক জিয়াউর রহমান বলেন, সিআইডি পুলিশের কাছে অনেক তথ্য দিয়েছে জুয়েল। তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। জুয়েলের সাথে অনেক রাঘব-বোয়াল জড়িত রয়েছে।
আপনার মতামত লিখুন :