মানব পাচারের শিকার সার্ভাইভারদের জন্যে শেল্টারহোম ‘প্রশান্তি নিলয়’ উদ্বোধন করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রধান অতিথি হিসেবে ৪ এপ্রিল বৃহস্পতিবার শহরের ওয়াপদা গ্যারেজ মোড়ে এই হোমের উদ্বোধন করেন। বোনো ডাইরেক্ট এইড এসোসিয়েশন এবং চান্স সুইসের সহযোগিতায় প্রশান্তি নিলয় পরিচালিত হবে।
রাইটস যশোরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তুজা ছোট, প্রেসকাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এবং যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত। কর্মসূচি তুলে ধরেন সংস্থার উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম।
দশ শয্যাবিশিষ্ট শেল্টারহোম প্রশান্তী নিলয় মানব পাচারের পর উদ্ধার ও প্রত্যাবসিত নারী-শিশুদের সাময়িক আশ্রয়ের জন্যে স্থাপন করা হয়েছে। নিজ নিজ পরিবারে পুনঃএকত্রীকরণের আগ পর্যন্ত সার্ভাইভাররা এই হোমে নিরাপত্তার সাথে অবস্থান করতে পারবেন।
রাইটস যশোরের দেয়া তথ্যে জানানো হয়েছে, শেল্টারহোমটি হবে আরামদায়ক, শালীন ও ভীড়মুক্ত পরিবেশে। এখানে মানসম্মত খাবারের পাশাপাশি সার্ভাইভারদের জন্যে থাকবে রেজিস্ট্রার চিকিৎসক দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, ঘরোয়া পরিবেশে চিত্তবিনোদনের ব্যবস্থা, নীতি-নৈতিকতা-মানবিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন চর্চার সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা। সার্ভাইভাররা নিয়মিত নিজ পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন।
এসবের পাশাপাশি সার্ভাইভারদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে মনোসামাজিকভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হবে। দেয়া হবে আইনি সহায়তা ও সামাজিক পুনঃএকত্রীকরণের সেবাসমূহ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এই উদ্যোগের জন্যে রাইটস যশোরকে সাধুবাদ জানান। তিনি বলেন, যারা পাচারের শিকার হন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। সবাই একসাথে কাজ করতে পারলে মানব পাচার যেমন কমে আসবে, তেমনি পাচারের শিকার মানুষ স্বাভাবিক জীবনের সন্ধান পাবেন। তিনি ফিতা কেটে শেল্টারহোমের উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :