টেলিগ্রাম রিপোর্ট : ঘুরতে ভালোবাসেন জাহ্নবী কাপুর। তাঁর ইনস্টাগ্রাম ঢুঁ মারলেই বহু দেশ ঘোরার অভিজ্ঞতা হয়ে যায়। আজ উত্তরাখন্ড তো কাল সৌদি আরব—ফুরসত মিললেই বেরিয়ে পড়েন জাহ্নবী। এই যেমন এবার ছুটেছেন মালদ্বীপে। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই পর্যটনগন্তব্য থেকে নিয়মিতই ছবি পোস্ট করছেন জাহ্নবী। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁর মালদ্বীপ সফর।
ছুটি কাটাতে জাহ্নবী কাপুরের অন্যতম প্রিয় গন্তব্য মালদ্বীপ। প্রায় প্রতিবছরই মালদ্বীপে যান তিনি । ইনস্টাগ্রাম
কেবল জাহ্নবী নয়, অনেক বলিউড তারকারই পছন্দের গন্তব্য মালদ্বীপ। মুম্বাই ছাড়া সহজে যাতায়াত, ভিসার ঝামেলা না থাকাসহ ভারতের চলচ্চিত্র তারকারা প্রায়ই ছুটে যান মালদ্বীপে । ইনস্টাগ্রাম
মালদ্বীপ থেকে পোস্ট করা ছবিগুলোয় অভিনেত্রীকে একাই দেখা গেছে। ছবিগুলো কে তুলেছেন? তা অবশ্য খোলাসা করেননি তিনি । ইনস্টাগ্রাম
ভারত মহাসাগরের দ্বীপদেশটি থেকে পোস্ট করা ছবিগুলোয় জাহ্নবীকে দেখা গেছে নানা ধরনের এবং নানা রঙের বিকিনি ও সুইমিং স্যুটে । ইনস্টাগ্রাম
তবে নানান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলেও জাহ্নবীর কাছে ভারতভ্রমণ সবচেয়ে উত্তেজনারইনস্টাগ্রাম
এক সাক্ষাৎকারে ঘোরাঘুরি নিয়ে জাহ্নবী বলেছিলেন, ‘অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ভারতের অনেক জায়গায় গিয়ে ওয়াও বলে লাফিয়ে উঠেছি’ । ইনস্টাগ্রাম
মালদ্বীপ থেকে পোস্ট করা জাহ্নবী কাপুরের ছবিগুলো পছন্দ করেছেন ভক্তরা। প্রতিটি ছবির নিচেই মন্তব্য করেছেন অনুসারীরা । ইনস্টাগ্রাম
সামনে জাহ্নবীকে দেখা যাবে ‘বাওয়াল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’সহ বেশ কয়েকটি সিনেমায় । জাহ্নবী কাপুরের সর্বশেষ সিনেমা ‘মিলি’ প্রেক্ষাগৃহে মুক্তির পর সেভাবে ব্যবসা করতে পারেনি । ‘মিলি’ সিনেমায় প্রথমবার বাবা বনি কাপুরের প্রযোজনায় কাজ করেছেন জাহ্নবী ।
আপনার মতামত লিখুন :