টেলিগ্রাম রিপোর্ট : মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের হেড অব প্রোগ্রামস্ সাদিয়া সুলতানার নেতৃত্বে একটি সিনিয়র টিম আজ মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি- এমএআইটি যশোর ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় টিমের সদস্য ফাইনান্স ম্যানেজার রেমন্ড ডে, লাইভলিহুড ম্যানেজার কবির আহমেদ ও মিলস্ ম্যানেজার ইকরামুল হক উপস্থিত ছিলেন । কর্মকর্তারা মুসলিম এইড যশোর ক্রাম্পাসের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেন। এছাড়া মুসলিম এইড যশোর ক্যাম্পাসের সিনিয়র কয়েকজন কর্মকর্তার সাথেও টিম সদস্যরা একান্তে বৈঠক করেন। এসব বৈঠকে মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি- এমএআইটি যশোর ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেন, এ্যাডমিন অফিসার এয়াহিয়া মোহাম্মদ খালেদ, এ্যাডমিশন এন্ড জব প্লেসমেন্ট অফিসার নূর ইসলাম, সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আসিফ উল্লাহ চৌধুরী জুয়েল, কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান আরিফ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, পরীক্ষা নিয়ন্ত্রক আইরিন আক্তারসহ কল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন অভিঙ্গতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের হেড অব প্রোগ্রামস্ সাদিয়া সুলতানাসহ তাঁর টিম মেম্বরবৃন্দ ধৈয্যসহকারে এসব বক্তব্য শোনেন এবং বেশ কিছু বক্তব্যের তাৎক্ষনিক সমাধান ও দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সকল শিক্ষক বিশেষ করে ইন্সট্রাক্টরবৃন্দকে আরো বেশি করে পরিশ্রম, সময় উপযোগী শিক্ষা উপকরন, প্রশিক্ষণ, বাস্তবমুখি বিশেষ করে ইন্ড্রাসট্রির ডিমান্ড ফুলফিল হয় এমন কারিকুলাম প্রস্তুত করে সেই অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাদানের ওপর হেডস্ অব প্রোগ্রাম সাদিয়া সুলতানা গুরুত্বারোপ করেন। তিনি এমএআইটি যশোরের বিভিন্ন সমস্যার কথা ধৈয্যসহকারে শোনেন এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আরো কি কি করা প্রয়োজন সে গুলোর বিষয়ে তাৎক্সনিক তার মতামত প্রদান করেন।এর আগে তিনিসহ তার টিম মেম্বরবৃন্দ প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব, শ্রেণীকক্ষসহ গোটা ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন। এছাড়া তিনি ক্যাম্পাসে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পর্বের টেস্ট পরীক্ষার ফর পরিদর্শন করেন এবং ছাত্রদের সাথে লেখাপড়াসহ বিভিœ বিষয়ে বিশেষ করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে টিম মেম্বরবৃন্দ কথা বলেন ।
আপনার মতামত লিখুন :