স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিষ্ট্রি বিভাগের অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মজিদ কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি নিয়োগ করা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.২১.১০২ নম্বর স্বারকে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক সরকারী প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর অনুুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আইন-২০০১ এর ১০(১) ধারা অনুসারে প্রফেসর ডঃ আব্দুল মজিদকে আগামী ৪ বছরের জন্য যবিপ্রবির ভিসি হিসেবে প্রদান করা হলো। এসময় তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতন ভাতা প্রাপ্ত হবেন এবং বিধি অনুসারে তিনি ভাইস চ্যান্সেলরের পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। তিনি বিশ^বিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষনিক অবস্থান করবেন।
এদিকে প্রফেসর ডঃ আব্দুল মজিদকে যবপ্রিবির ভিসি হিসেবে নিয়োগ প্রদান করায় বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বিগত ১৫ বছরে এই বিশ^বিদ্যালয় কে
যে ভাবে অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছিল সেই অবস্থা থেকে উত্তোরণের দাবি জানান নতুন নিয়োগ প্রাপ্ত ভিসির কাছে। তাদের প্রত্যাশা এই ক্যাম্পাসে কোন বৈষম্য থাকবে না। সবাই মিলেমিলে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবেন।
আপনার মতামত লিখুন :