যশোর অফিস : যশোরে গত ২৪ ঘন্টায় বিএনপি-জামায়াতের ৫৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার যশোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কোতোয়ালি থানার মামলায় ২৪জন, শার্শায় ১৫ জন, অভয়নগরের ১০ জন, মণিরামপুরে ৩ জন ও ঝিকরগাছায় একজন।
কোতোয়ালি থানার মামলার আটক আসামিরা হলেন, যশোর সদরের নরেন্দ্রপুর মোড়লপাড়ার জামায়াতের সদস্য সাইদুর রহমান,শহরের শংকরপুর চোপদারপাড়ার (আকবরের মোড়) ৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য শামীম হোসেন, সদরের ইছালী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার, চাঁচড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান ওরফে হাফিজ, ষষ্ঠীতলাপাড়া ৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি আবু সাইদ রুবেল, আরবপুর ইউনিয়ন বিএনপির সদস্য শামছুর রহমান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক রাসেল মুন্সি, বিএনপির সদস্য পূর্ববারান্দি নাথপাড়া জাকির হোসেন লিটন, নতুন খয়েরতলা ভাস্কর্যের মোড় বিএনপির সদস্য আমিনুর রহমান, পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি সাজিদ হোসেন মুনির পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি রাম চন্দ্র দে, লেবুতলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফসিয়ার মন্ডল, বিএনপি সদস্য সদরের ভবানীপুর গ্রামের আব্দুর রহিম, চৌগাছা থানার ৫ নং চৌগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক মিন্টু রহমান , চৌগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য মিজানুর রহমান, রুপদিয়ার বিল্লাল হোসেন, মুনসেফপুরের শাহাজান বিশ্বাস, ঝুমঝুমপুরের ইকবাল হোসেন, বসুন্দিয়ার রাশেদ হোসেন, ফিরোজ হোসেন মোল্লা, কেয়াফত নগরের উজ্জল খান, কমলাপুরের শাহাবুদ্দিন সাবু, দিয়াপাড়ার জনি হোসেন ও নীমতলির রওশন।
এছাড়া শার্শা থানার মামলায় আটককৃতরা হলেন, আশরাফুল ইসলাম, নজিল হক,ফজলু রহমান, হারুন অর রশিদ, সাহেব আলী,আজগর আলী, শাহাবুদ্দিন, কবির উদ্দিন, আব্দুল জলিল, আনোয়ারুল ইমন, জাকির , তবিবর রহমান, শাহ আলম, হাসান বশির, বেনপোালের হাসান বশির, নজরুল ইসলাম।
বাঘারপাড়া থানার মামলার আটকৃতরা হলেন, নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, আব্দুল মাজেদ, আলী মিয়া, দাউদ শিকদার। মণিরামপুর থানার মামলায় রসুলপুরের নুরুল ইসলাম, কেশবপুর মীর্জা নগরের মোস্তাফিজুর রহমান, নবিরুজ্জামান আজাদ।
এছাড়া অভয়নগর থানার মামলায় গোলাম রসুল, নাসির উদ্দিন, ইকবাল হোসেন, শের আলী, মকবুল শেখ, বাবু বিশ্বাস, আবুল গাজী, সুফিয়ান শেখ, নুর ইসলাম শেখ, রাতুল ও ঝিকরগাছা থানার মামলায় বাউশা গ্রামের আছির উদ্দিনকে আটক করা হয়েছে। শুক্রবার আটকের পর শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।#
আপনার মতামত লিখুন :