টেলিগ্রাম রিপোর্ট : গতকাল সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলা নোয়াপাড়া তালতলা নামক স্থানে যশোরের বেনাপোল থেকে খুলনাগামী বেতনা মেইল ট্রেনের ধাক্কায় নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার আকবর আলীর স্ত্রী।
পুলিশ জানায় নিলুফা ইয়াসমিন খুলনা থেকে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক আত্বীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বেলা বারোটার দিকে তিনি নিজ বাড়ি যাওয়ার জন্য রওনা হন। এ সময় নওয়াপাড়া তালতলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহতের লাশ রেলওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে
আপনার মতামত লিখুন :