টেলিগ্রাম রিপোর্ট : যশোরের মণিরামপুর উপজেলার কোদলাপাড়া মাদ্রাসা মোড় সংলগ্ন মেঘনা বেকারির মালিক মশিউর রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মশিউর রহমান বলেন, হাফপ্যান্ট পরিহিত মুখোশধারী ১০ থেকে ১২ জন ডাকাত তার ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে।
ডাকাতরা তার হাত পা বেঁধে তাকে মারধর করে। তার স্ত্রী, মেয়ে এবং মায়ের কাছ থেকে স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয় এবং আলমারিতে রাখা চার লক্ষ নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মণিরামপুর থানার তদন্ত ওসি গাজী মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে মাদারিপুরের একটি পুলিশ টিম এই ডাকাদেরকে ট্র্যাক করে মণিরামপুর পর্যন্ত আসে। মণিরামপুর পুলিশের একাধিক টিম তাদের লোকেশন ট্র্যাক করে। তারা জলকর রোহিতা নামক স্থানে পৌঁছান। একপর্যায়ে তাদের লোকেশন ছিন্ন হয়ে যায়। তার কিছু সময় পরে ৪ কিলোমিটার দূরে রোহিতা কোদলাপাড়া মাদ্রাসা মোড় সংলগ্ন মেঘনা বেকারির মালিকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এর আগে ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে মণিরামপুরের রোহিতা ভান্ডারি মোড় এলাকায় একই কায়দায় হাফপ্যান্ট ও মুখোশ পরা ১০/১২ জন একই কায়দায় ডাকাতি করে।
আপনার মতামত লিখুন :