টেলিগ্রাম রিপোর্ট : যশোর মণিহারের নড়াইল বাস স্ট্যান্ড এবং শংকরপুর নতুন টার্মিনাল থেকে প্রতি রাতে গাড়ি এবং গাড়ি যন্ত্রাংশ ও তেল চুরি হচ্ছে। একই সাথে মণিহার স্ট্যান্ডে লোকাল বাস কাউন্টারের পার্শ্বে পরিবহন কাউন্টার তৈরি করায় বিশৃংখলার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পরিবহন কাউটারে ২৪ঘন্টা মাইক বাজানোর ফলে শব্দ দূষণ হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ দিলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
যশোর জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া লিখিত অভিযোগে বলেন, নড়াইল বাস স্ট্যান্ড এবং শংকরপুর নতুন টার্মিনাল থেকে প্রতি রাতে গাড়ি এবং গাড়ি যন্ত্রাংশ ও তেল চুরি হচ্ছে। প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি তারা। ফলে গাড়ি মালিক এবং শ্রকিবৃন্দের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তাছাড়া কালনা সেতু উদ্বোধনের পর থেকে নড়াইল মালিক সমিতি মণিহার স্ট্যান্ডে পরিবহন গাড়ি ছাড়ার আলাদা স্থান থাকা সত্তে¡ও তারা লোকাল বাস কাউন্টারের পার্শ্বে পরিবহন কাউন্টার নিয়ে সেখান থেকে পরিবহন গাড়ি ছাড়ছে। একই স্থান হাতে পরিবহন এবং লোকাল বাস ছাড়ার কারনে পরিবহন এবং লোকাল বাসের স্টাফদের মধ্যে নিয়ত গোলযোগ ও বিশৃংখলার সৃষ্টি হচ্ছে। একই সাথে গত ২ মাস ধরে পরিবহন কাউটারে ২৪ঘন্টা মাইক বাজানোর ফলে শব্দ দূষণসহ মানুষের স্বাভাবিক জীবন যাপন বহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘গত নভেম্বরে ৮তারিখে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় টার্মিনাল থেকে গাড়ির যন্ত্রাংশ, গাড়ীর তেল এবং গাড়ি চুরি বন্ধসহ লোকাল বাস কাউন্টারের পার্শ্ব থেকে পরিবহন ছাড়া এবং মাইক বাজানো বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। কিন্তু এখনও কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
আপনার মতামত লিখুন :