যশোর অফিস l যশোরে প্রায় আট কেজি গাঁজাসহ রায়হান সুলতান নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। গত ৩ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের হুদা রাজাপুর থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটক রায়হান সুলতান হুদারাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদারাজাপুরে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় রায়হান সুলতানকে সাত কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে বুধবারে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :