যশোরে ইয়াবা বেচাকেনার সময় দু’ বিক্রেতা ডিবি পুলিশের খাঁচায়
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ১০:১২ অপরাহ্ণ /
২৭২২০ ০
যশোর অফিস : যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার হাশিমপুর পশ্চিমপাড়ার আজিত মোল্লার ছেলে আক্তার হোসেন ও সদর উপজেলার কাশিমপুর দফাদার পাড়ার মৃত লিয়াকত দফাদারের ছেলে আক্তারুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার রাতে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই হামিদুর রহমানসহ একদল পুলিশ রোববার রাতে গোপন সূত্রে খবর পান ইছালী ইউনিয়নের হাশিমপুর বাজারস্থ হাশিমপুর টু সাত মাইল গামী রোডে আমজাদ সুপার মার্কেটের করিডোরে দু’জন মাদক বিক্রেতার অবস্থান নিয়ে মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত সোয়া ৯ টায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা নিয়ে অবস্থানকারী আক্তার হোসেন ও আক্তারুল ইসলাম পালানোর চেষ্টা কালে ডিবি পুলিশের একটি চৌকসটিম ৭০পিস ইয়াবাসহ তাদের দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলাদায়েরকরেন। গ্রেফতারকৃত দু’জনকে বিকেলে আদালতে সোর্দ করে।
আপনার মতামত লিখুন :