যশোরে আগামীকাল রোববার শুরু হবে বাহিনীর চারটি ও বিকেএসপি’র দলকে নিয়ে প্রথম বারের মত চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সমাপনী ঘটবে ৩০ মে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিকেএসপি অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাস্কেটবল গ্রাউন্ডে। কোন কারণে বাস্কেটবল গ্রাউন্ডে খেলা চালানো না গেলে ম্যাচ হবে জিমনেসিয়ামে।
তিনি জানান, বাহিনীর দলগুলো বেশি প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ পায় না। সে বিষয়টি বিবেচনায় নিয়ে ও এ প্রতিযোগিতায় যারা ভাল করবেন তাদেরকে নিয়ে জাতীয় দল গঠন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর ম্যানেজার, কোচ ও যশোরের বাস্কেটবলের সংগঠকরা।
সকাল সাড়ে সাতটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নেভী ও বাংলাদেশ পুলিশ। প্রতিদিন অনুষ্ঠিত হবে দু’টি করে ম্যাচ। প্রথম ম্যাচ সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় ম্যাচ বিকেল চারটায়।
আপনার মতামত লিখুন :