ঢাকা ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোরে ছেলের লাশ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত হলেন


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৯:২০ অপরাহ্ণ / ২৭২২০ ০
যশোরে ছেলের লাশ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত হলেন
 টেলিগ্রাম রিপোর্ট :  যশোরের ঝিকরগাছায় ছেলের মরাদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৃদ্ধপিতা জামাল হোসেন (৬৮)।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে যশোরের ঝিকরগাছার গদখালি সড়ক দিয়ে একটি ভ্যানযোগ পরিবারসহ নিয়ে জামাল হোসেন তার ছেলে মরার ধরে দেখতে যাচ্ছিলেন । এ সময় তিনি ঝিকরগাছার গদখালী বাজারে দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যসহ তিনি আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধিন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।
নিহত জামাল হোসেন বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা। নিহত পরিবারের পক্ষ থেকে জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়ার শ্বশুর বাড়ি ঝিকরগাছার নোয়ালি গ্রামে। জিয়া সেখানে পরিবারসহ বসবাস করতেন। গতরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জিয়া।
ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে পিতা জামাল হোসেন পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার মরাদেহ দেখার জন্য বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে রওনা হন। পথিমধ্যে গদখালী বাজারে কামরুলের দোকানের সামনে ভ্যানটি আসলে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং ভ্যানটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তার সাথে থাকা অন্য লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। যশোরে ঝিকরগাছার থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ ধরনের ঘটনা শুনেছি। তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যশোর নাভারন পুলিশ ফাঁড়ির এসআই আমিরুজ্জামান জানান এ ধরনের একটি ঘটনার সংবাদ শুনেছি। বিস্তারিত তিনি জানেন না বলে জানান।#

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031