স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বর্ণাঢ্য আয়োজনে যশোরে জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে। ভ্যাট সপ্তাহ’২২ উপলক্ষ্যে আজ শনিবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। “উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি” – প্রতিপাদ্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমেদ। কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যশোর কাস্টমসের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ ও যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখসহ কমিশনারেটের আওতাধীন সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকতৃা কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে ২০২০-২১ অর্থ বছরে যশোরাঞ্চলেরসর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২১টি প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত সম্মাননা ও ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণের আহবান জানিয়ে বলেন, সর্বোচ্চ দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজস্ব আহরণে সবাইকে আন্তরিক হতে হবে।
আপনার মতামত লিখুন :