ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সৎ দক্ষ  দায়িত্বশীল নেতৃত্বের  মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে চায় : অধ্যাপক গোলাম রসুল 


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ / ২৭২২০
যশোরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সৎ দক্ষ  দায়িত্বশীল নেতৃত্বের   মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে চায়  : অধ্যাপক গোলাম রসুল 

যশোর অফিস :  যশোরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (৩১আগস্ট ) বিকালে যশোর মডেল মসজিদ কনফারেন্স রুমে জেলা নায়েবে আমীর এর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় মজলিশে শূরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলাশাখার আমীর অধ্যাপক গোলাম রসূল। দারসুল  কোরআন পাঠ করেন এডভোকেট গাজী এনামুল হক ।

দায়িত্বশীল  সমাবেশ  পরিচালনা করেন সহকারী সেক্রেটার অধ্যাপক শামসুজ্জামান,।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন শহর সাংগঠনিক জেলাশাখার সেক্রেটারি  অধ্যাপক গোলাম কুদ্দস,সহকারী সেক্রেটার অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, করম পরিষদের সদস্য অধ্যাপক আবুল হাশেম রেজা, এডভোকেট শরিফুল ইসলাম, সদর উত্তর আমির অধ্যাপক আব্দুল হক, সদর দক্ষিণ আমীর অধ্যাপক আশরাফ আলী, পৌর উত্তর আমীর নুর ই আলা আল মামুন, পৌর দক্ষিণ আমীর ইসমাইল হোসেন, পেশাজীবী থানার আমীর  খন্দকার রশিদুজ্জামান রতন,সেক্রেটারি  আবু ফয়সাল,বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট থানার সেক্রেটারিগণ

।প্রধান অথিতি অধ্যাপক গোলাম রসুল  বলেন, সৎ  দক্ষ  দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে । বর্তমান সমগ্র  পৃথিবী জুড়ে অশান্তির  মূলকারণ সততা ও পরকালের জবাবদিহিতার অভাব। পরিবার সমাজ এবং রাষ্ট্রের সর্বস্তরে যে অবক্ষয় অনাচার, লুটপাট ও দুর্নীতির ব্যাধিতে আক্রান্ত তার প্রধানতম কারণ অসৎ নেতৃত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সততা দক্ষতা দেশপ্রেম ও পরকালের জবাবদিহিতা সম্পন্ন নেতৃত্ব উপহার দিয়ে সেইশূন্যতাকে পূরণ করবে ইনশাআল্লাহ। এদেশের তারুণ্যনির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি উল্লেখ করেন, দেশের সকল বিরোধী মতের মানুষ দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। তরুণ ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ বিজয়ের যে ঐতিহাসিক সূচনা করেছেন তাদেরকে  অবশ্যই মুল্যায়ন করতে হবে।

যশোরে জামায়াতে ইসলামীর সাংগঠনিক থানা ওর্য়াড দায়িত্বশীলদের উদ্দেশ্য করে  বলেন, একটি মহল সাম্প্রদায়িকতার ধুঁয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু তাতে তারা সফল হতে পারেনি।এদেশের জণগনের কাছে প্রমান হয়েছে আওয়ামী লীগের  কর্মীরাই এসব মন্দিরে হামলা চালিয়েছে। আবহমান কাল থেকে এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম প্রিয় জনতা অন্য ধর্মাবলম্বীদের মঠ-মন্দিরে দিনরাত পাহারা দিচ্ছেন। তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে দায়িত্বশীলদের এ ব্যাপারে কঠোর ভুমিকা পালন করতে হবে । প্রধান অতিথি কোটাবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031