যশোরে ডাকাতসহ ৯জনকে গ্রেফতার, অস্ত্র স্বর্ণালংকার উদ্ধার
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : যশোরের মণিরামপুর উপজেলার কোদলাপাড়ায় ডাকাতির ঘটনায় ৮ ডাকাতসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুট্যার, দুই ভরি স্বর্ণালংকার ডাকাতির কাজে ব্যবহৃত জিনিষপত্র উদ্ধার করে। আজ দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৬ নভেম্বর রাতে মণিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের জনৈক মশিউর রহমানে বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হলে ডিবি পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করে। বুধবার রাতে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে একটি ওয়ান শুট্যার গান, লুট করা দুই ভরি স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত জিনিষপত্র উদ্ধার করা হয়। এছাড়া লুট করা স্বর্ণ ক্রয়কারী এক জুয়েলার্স ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ডাকাতির একাধিক মামলা রয়েছে। আটককৃতদের আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
আপনার মতামত লিখুন :