যশোরে ডাকাতির ঘটনায় ডিবির হাতে দুইজন
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ /
২৭২২০ ০
যশোর অফিস : যশোরের বাঘারপাড়ায় ডাকাতির ঘটনায় দায়েরকরা মামলায় খুলনার তেরখাদা থেকে আরো দুইজনকে আটক এবং লুন্ঠিত সোনার গহনা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই নিয়ে মোট ১১জনকে আটক করেছে পুলিশ। আটক দুইজনের মধ্যে একজন নারী।
গত মঙ্গলবার আটক দুইজন হলো, খুলনার তেরখাদা উপজেলার নলিয়ার চর গ্রামের মৃত তাঁরা ভুইয়ার ছেলে গোলাম রসুল (৩৮) এবং একই উপজেলার আড়ফাঙ্গাসিয়া গ্রামের মনু মোল্লার স্ত্রী মাহফুজা বেগম (৫৮)। এদের কাছ থেকে দুই ভরি ওজনের সোহার গহনা এবং দেশি তৈরি ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গত ১৭ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরাফাত হোসেনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাতনামা ১০/১২জন ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার পরে ২৯ ও ৩০ নভেম্বর গোপালগঞ্জ, যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১০জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন নারী। তিনি সহযোগি হিসাবে ছিলেন। আটক ১০জনের মধ্যে ৫জন আদালতে স্বীকরোক্তিমুলক জবানবন্দি দেয়। এবং বাকি ৪জনকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে নেয়া আসামিরা আরো বেশ কয়েকজনের নাম প্রকাশ করে। সে হিসাবে গত মঙ্গলবার রাতে খুলনার তেরখাদায় অভিযান চা্িযলয়ে গোলাম রসুলকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কটেঙ্গা বাজার থেকে মাহফুজা বেগমকে আটক করা হয়। ওই এলাকার প্রীতম ও শ্যামা নামক দুইটি জুয়েলারি দোকান থেকে উদ্ধার করা হয় ডাকাতি করা গহনা। তাদের কাছ থেকে তথ্য পেয়ে মিরাজ শেখ ওরফে ডেটলের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু সে পুলিশি সংবাদ টের পেয়ে পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :