টেলিগ্রাম রিপোর্ট : যশোরে নাশকতা মামলায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরও ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন কোতোয়ালি থানার মামলায় নয়জন, মণিরামপুর থানার চারজন ও ঝিকরগাছার একজন।
আটককৃতরা হলেন, কোতোয়ালি থানার ফতেপুরের আব্দুল হালিম, বসুন্দিয়ার আহাদ মোল্লা, নরেন্দ্রপুরর হোসেন নান্নু, ভাতুড়িয়ার পলাশ আলী, একই গ্রামের জসিম উদ্দিন, শহরের সিটি কলেজপাড়ার রবিউল ইসলাম, লেবুতলার রেজাউল ইসলাম, নওয়াপাড়া গ্রামের দুলাল বিশ্বাস ও অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের ইউসুফ গাজী। তাদের সবাইকে নরেন্দ্রপুরে নাশকতা প্রস্তুতি মামলায় আটক দেখানো হয়েছে।
এছাড়া মণিরামপুর থানার মামলায় আটকৃকরা হলেন, উপজেলার বাঙ্গালীপুর গ্রামের মোমিন উদ্দীন, রত্বেশ্বপুর গ্রামের আব্দুল হালিম, হাকিমপুরের আব্দুল খালেক ও হাজরাকাটি গ্রামের তাজাম্মুল হক। ঝিকরগাছা থানার মামলায় মাটিকুমড়া গ্রামের শাহাজান সরদারকে আটক করা হয়েছে। বুধবার আটকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আপনার মতামত লিখুন :