টেলিগ্রাম রিপোর্ট : যশোরের প্রধানমন্ত্রীর জনসভা শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিয়ার রহমান (৫৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় শহরের ঈদগা মোড়ে এই ঘটনা ঘটে। আহত মতিয়ার যশোর সদরের বাহাদুপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালে ভর্তি করেছে।
জনসভা শেষে তারা বাড়ি ফিরছিলেন পথে এইচ এম এম রোডে একটি দোকানে পান কিনছিলেন। এই সময় ১৪-১৫ জনের একদল যুবক তারাও পিছনে পিছনে বাড়ি যাচ্ছিল। ওই যুবকরা মতিয়ার রহমানের মাথায় হাত দেয়। তখন তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা মতিয়া রহমানকে ছুরিকাহত করেন।
আপনার মতামত লিখুন :